জলাধার চালু না হওয়ায় সমস্যা

খবর ঘন্টায় ঘন্টায়  ওয়েবডেস্ক :তুফানগঞ্জ ১ ব্লকের  অনদরান  ফুলবাড়ী ১ গ্রাম পঞ্চায়েতে একটি কমিউনিটি  জলাধার তৈরী করা হয়।  প্রায় দেড় বছর আগে কাজ শেষ হলেও এখনো জলাধার চালু না হওয়ায় প্রায় ৬ হাজার মানুষ পানীয় জল থেকে বঞ্চিত। আয়রণযুক্ত জল ই  সকলকে ব্যবহার করতে হচ্ছে। বি ডি ও জানান পরিষেবা চালুর চেষ্টা হচ্ছে। করোনা পরিস্হিতি স্বাভাবিক হলে জলাধার চালু হবে।