জল ঢুকে গেলো হাসপাতালে

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক :শনিবার একটানা বৃষ্টিতে ইসলামপুর শহর ও পাশের এলাকায় জল জমে যায়। হাসপাতালে আউটডোর, ডেন্টাল, এক্স রে ,প্যাথলজি রুমগুলিতে  জল  ঢুকেছে। ওষুধপত্র ও দরকারি জিনিষ  সব নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া  হয় এবং দমকলে খবর দেওয়া হয় জল বের করে দেওয়ায়  জন্য। হাসপাতালের রোগীরা নিরাপদে আছেন বলে জানা গেছে। পুরোপ্রশাসক বলেন  নালা নিয়মিত পরিষ্কার করা হয়  কিন্তু বৃষ্টি বেশি হওয়ায় জল জমেছে।