জাতীয় সড়কে আলো জ্বলে না

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :৫৫ নম্বর  জাতীয় সড়কে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের  উদ্যোগে ৬০টি পথবাতি লাগানো হয়েছিল। আড়াই বছর আগে। কিন্তু সব কটি অকেজো হয়ে পড়ে আছে। এতে প্রায় ৯০ লক্ষ  টাকা ব্যয় হয়।  বরাতপ্রাপ্ত ঠিকাদারেরা ঠিকমতো দেখাশোনা না করায়  এই অবস্থা। .অন্ধকারের সুযোগে রাস্তার পাশে মদের  আসর বসে।  উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীকে ফোনে  পাওয়া যায় নি। দপ্তরের এক আধিকারিক বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন।