খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : মধ্য কলকাতার যানবাজার এলাকাতে বর্তমানে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের কাছে ১৮ শতকে এই বাড়িটি স্থাপন করেন রানী রাসমণির শশুর । রানী রাসমণি দক্ষিনেশ্বরের কালীবাড়ির প্রতিষ্টা করেন তার মৃত্যুর পরে তার পরিবারের সদস্য রা এই পুজোকে এগিয়ে নিয়ে চলেছেন ।এই বাড়ির ঠিকানা হলো ১৩ নম্বর রানী রাসমণি রোড জানবাজার মধ্য কলকাতা । বনেদি বাড়ির পুজো দেখার পরিক্রমায় এই বাড়িটি অবশ্যই দর্শনীয় ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...