আগামী গঙ্গা সাগর মেলা উপলক্ষে বাবুঘাটে আগত পুণ্যার্থীদের পরিষেবা প্রদান সংক্রান্ত বৈঠক করলেন কলকাতা পুরকর্তৃপক্ষ ,ওই বৈঠকে উপস্থিত কলকাতা পুরসভা সহ অন্যান্য সংস্থার প্রতিনিধি রা ,আগামী ৮ জানুয়ারী এই নিয়ে ফের বৈঠক হবে । পুরকর্তৃপক্ষ জানিয়েছেন বাবুঘাটে বেশি সংখ্যক জঞ্জাল সাফাইয়ের কর্মি ও গাড়ি থাকবে আর পাশাপাশি বেশ কিছু রাস্তাও সংস্কার করা হবে ।
রাজ্য
বিধাননগর মেলা কি বোর্ড য়ে মাতালেন
বিগত ২৫ শে ডিসেম্বর ২০২৪ বিধাননগর মেলার বিকাল ৫ টা ৩০ মিনিটে কি বোর্ড পরিবেশন করে দর্শক দের মনোরঞ্জন করেছেন ৭ বছর বয়েসী শিশু...