জানুয়ারী মাসে বাবুঘাটে গঙ্গা সাগর মেলার প্রস্তুতি নিয়ে বৈঠক করলো কলকাতা পুরসভা

আগামী গঙ্গা সাগর মেলা উপলক্ষে বাবুঘাটে আগত পুণ্যার্থীদের পরিষেবা প্রদান সংক্রান্ত বৈঠক করলেন কলকাতা পুরকর্তৃপক্ষ ,ওই বৈঠকে উপস্থিত কলকাতা পুরসভা সহ অন্যান্য সংস্থার প্রতিনিধি রা ,আগামী ৮ জানুয়ারী এই নিয়ে ফের বৈঠক হবে । পুরকর্তৃপক্ষ জানিয়েছেন বাবুঘাটে বেশি সংখ্যক জঞ্জাল সাফাইয়ের কর্মি ও গাড়ি থাকবে আর পাশাপাশি বেশ কিছু রাস্তাও সংস্কার করা হবে ।