শনি ও রবিবার মিলিয়ে কলকাতা পুরসভার ১৫ টি ঘাটে ২৩৮০ টি প্রতিমার বিসর্জন হয়ে গেছে ।প্রতিটি ঘাটেই প্রতিমা নিরঞ্জনের সময় মুখর হয়েছেন বিসর্জন কারীরা ।লেক মার্কেটে একটি পুজো প্রতিমা বিসর্জন দিতে আশা দুই প্রবীনা সদস্যা বলেন ,আরজি করের বিচার চেয়ে আমাদের পুজো এইবার সাদা ছিল ,আমরা প্রার্থনা করছি তিলোত্তমা যেন বিচার পায় ।মা চলে যাওয়ার সময় আমরা চাই “জাস্টিস ফর আর জি কর শ্লোগান “।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...