জিগনেশ -মমতা বৈঠক

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : গতকাল  গুজরাটের  দলিত নেতা  ও বিধায়ক জিগনেশ  মোবানির   নবান্নে  ৩০ মিনিটের উপর রুদ্ধদ্বার বৈঠক  করলেন মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়ের সাথে  ঘর থেকে বেরোনোর পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিগনেস  বলেন সংবিধান বাঁচাতে  ও ফ্যাসিস্ট বিজেপি কে রুখতে সব গনতান্ত্রিক এবং প্রগতিশীল শক্তি কে এক হতে হবে এবং তিনি বলেন এটি সৌজন্য সাখ্যাত ছাড়া আর কিছু নয় ।