গত এক মাশ ধরে শ্রমিক অসন্তোষের জোরে বন্দ ছিল হুগলির চাঁপদানির নর্থ ব্রুক জুট মিল । সম্প্রতি রাজ্যের পক্ষে দায়িত্ব প্রাপ্ত্য বিশেষ কমিশনার এবং স্থানীয় বিধায়ক ,সমীক ইউনিয়ন ,মিল কর্তৃপক্ষের মধ্যে বৈঠক হয় ।সেইখানে মীমাংসা সূত্র বার হয় । তার ফলে খুলে গেলো জুট মিল স্বস্তি ফিরে এলো ১৬০০ শ্রমিক পরিবারের ।