নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : উত্তর প্রদেশ সরকারের মুখ্যপাত্র শ্রীকান্ত শর্মা এক বিবৃতিতে গতকাল জানিয়েছেন যে ফৈজাবাদের নাম পরিবর্তন করে অযোদ্ধা করার পরে তাদের মূল লক্ষ্য এই গোটা জেলায় মদ ও মাংসের উপর নিষেধআজ্ঞা জারি করার । তবে আইন মেনেই এই নিষেধআজ্ঞা জারি করা হবে জানান এই মুখ্যপাত্র । সূত্রের খবর এই জেলার সাধু সন্তদের দাবি মেনেই এই নিষেধাজ্ঞা জারি হতে চলেছে ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...