নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : উত্তর প্রদেশ সরকারের মুখ্যপাত্র শ্রীকান্ত শর্মা এক বিবৃতিতে গতকাল জানিয়েছেন যে ফৈজাবাদের নাম পরিবর্তন করে অযোদ্ধা করার পরে তাদের মূল লক্ষ্য এই গোটা জেলায় মদ ও মাংসের উপর নিষেধআজ্ঞা জারি করার । তবে আইন মেনেই এই নিষেধআজ্ঞা জারি করা হবে জানান এই মুখ্যপাত্র । সূত্রের খবর এই জেলার সাধু সন্তদের দাবি মেনেই এই নিষেধাজ্ঞা জারি হতে চলেছে ।