জয়গাঁয় নোট নিয়ে কালোবাজারি

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :ভারতীয়দের জন্য লকডাউনে ভুটানের দরজা বন্ধ। জয়গাঁর ব্যবসাবাণিজ্য ভুটানের উপর নির্ভরশীল এবং ব্যবসায় লেনদেন হয় ভুটানি মুদ্রায়। আগে শতকরা একটাকা বা দুটাকা বেশী দিয়ে ভুটানি নোট পরিবর্তন হত। সেখানে বর্তমানে ১৫ থেকে ১৭ টাকা নেওয়া হচ্ছে। ফলে কালোবাজারি চলছে। মুদ্রা পরিবর্তনের জন্য এখানে কোনো মানি এক্সচেঞ্জ কাউন্টার নেই যদিও তার দাবি দীর্ঘদিনের। সব থেকে বেশী কষ্ট শ্রমিক এবং ছোট ব্যবসায়ীদের। নোট পরিবর্তন না করতে পারায় অনেক ছোট ব্যবসায়ী ব্যবসা বন্ধ করে দিয়েছেন।