ঝড়ের মোকাবিলা তে শিয়ালদাহ থেকে শেষ ট্রেন ছাড়ার সময়সীমা এগিয়ে আনা হলো

পূর্ব রেলের শিয়ালদাহ শাখা থেকে আসন্ন ঘূর্ণিঝড় ডানার মোকাবিলা তে শেষ ট্রেন ছাড়ার সময় শিমা এগিয়ে আনা হয়েছে ।১) লক্ষ্মীকান্ত পুর লোকাল ছাড়বে ৭টা ৩৬ মিনিট ২) ডায়মন্ড হারবার লোকাল ছাড়বে ৭টা ৪৫ মিনিট ৩) ক্যানিং লোকাল ছাড়বে ৭ টা ৩০ মিনিট ৪) বারুইপুর লোকাল ৮ টা ৫) বজবজ লোকাল ৮ টা , ৬) সোনারপুর লোকাল ৬ টা ৩০ মিনিট হাসনাবাদ লোকাল,৭ টা ৩০ মিনিট ।