আবহাওয়া দফতর দক্ষিণ বঙ্গের তিন জেলা তে তাপ প্রভাহের পাশাপাশি জানিয়েছে দুপুর অথবা বিকালের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পুর্বাভাস ।পূর্ব মেদিনীপুর সহ বেশ কিচু জেলা তে তাপ প্রভাবে সৃষ্টি হয়েছে ।এই তিনটি জেলা ছিল উত্তর ,দক্ষিণ ২৪ পরগনা ও মেদিনীপুরে বাড়তি তাপমাত্রার সঙ্গে যোগ হবে আদ্রতা জনিত অস্বস্থি ।বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই তিনটি জেলাতে ।