খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :উত্তর কলকাতার এই পুজোটি এইবার ৯৯ তম বর্ষে পড়লো ,এইবার তাদের থিম সোনায় মোড়া ৯৯। মণ্ডপ সেজে উঠেছে সোনালী রঙের ঘাসে যে ঘাস ব্রাজিলের আমাজন ছাড়াও পাওয়া যায় আমাদের প্রতিবেশী রাজ্য বিহার এবং ওড়িশা তেও ,সেই রাজ্য থেকে আনা ঘাস হলো মণ্ডপ সজ্জার মূল উপকরণ সঙ্গে রয়েছে অপূর্ব মাটি ও বাঁশের কাজ । প্রতিমাও অন্যান্য ,টালা ব্রিজ বন্ড থাকা সত্ত্বেও দর্শক টানছে এই পুজো ।