টালিগঞ্জ সারাদিনে দেখলো প্রার্থীদের ভিন্ন রকমের ব্যবহার

টালিগঞ্জ  বিধানসভার টান টান  উত্তেজনা ময়  ভোটে  তৃণমূল প্রার্থী ও রাজ্যের  মন্ত্রী অরূপ  বিশ্বাস সারা ভোট টা  বাড়িতে বসে টিভি দেখে কাটালেন ।সাংবাদিক প্রশ্ন করলে বলেন সারা বছর মানুষের পাশে থাকি তাই এইদিন  বুথে গিয়ে মানুষের অসুবিধা করতে চাইনা । বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় ব্রহ্মপুরে  মৃত এক ব্যক্তির ভোটার কার্ড নিয়ে একজন মহিলা ভোট দিতে গেলে তাকে ধরেন ,এর পরে ওই মহিলা  বাবুলের পায়ে পরে বলে আমাকে বাঁচান তৃণমূলের লোকেরা আমাকে ভোট দিতে পাঠিয়েছিল ।