টিকা পাওয়ার জন্য নাম লেখাতে হবে

হাতে এখনো টিকা এসে পৌঁছায়নি। কিন্তু কি ভাবে টিকা দেওয়া হবে তার নিয়ম ঠিক করছে কেন্দ্র।প্রথম ধাপে ৩০ কোটি টিকা দেওয়া  হবে। স্বাস্থ্য কর্মী ও যাদের বয়স ৫০ এর বেশি এবং যাদের  নিৰ্দিষ্ট কিছু অসুখ রয়েছে তাঁরা  প্রথম তালিকায় থাকবেন। যাঁরা টিকা নেবেন তাঁরা পরিচয়পত্র দিয়ে নাম নথিভুক্ত করবেন। টিকা দেওয়ার  পর ৩০ মিনিট গ্রহীতাকে পর্যবেক্ষণে রাখা হবে।