টিটাগড়ের একটি সংস্থা আহমেদাবাদ মেট্রো রেলের বরাত পেলো

আহমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের নকশা ,যন্ত্রাংশ ও ট্রেন তৈরি সহ বেশ কিছু কাজ করবে টিটাগড় রেল সিস্টেমস ,বরাতের অংক প্রায় ৩৫০ কোটি টাকা ।৭০ হপ্তার মধ্যে ট্রেনের প্রতিরূপ জমা দিতে হবে ,আর পুরো ট্রেন তৈরি তে মিলবে ৯৪ হপ্তা সময় ।