খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রূপনারায়ণপুরে আসানসোল চিত্তরঞ্জন রোডে মঙ্গলবার সকালে ট্রাকের চাকায় পিষে গিয়ে মারা যান একজন চিকিৎসক। তাঁর নাম চন্দন মজুমদার। তিনি হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন। এদিন সকালে একটি ব্যাংকের সামনে দিয়ে যাওয়ার সময় তার আগের ট্রাকটিকে ওভারটেক করতে গেলে ট্রাকের সঙ্গে বাইকের ধাক্কা লাগে। তিনি মাটিতে পরে গেলে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যান।
রাজ্য
জয়েন্ট এন্ট্রেন্স এই বছরের পরীক্ষার্তী কমা কিসের ইঙ্গিত
রাজ্য জয়েন্ট এন্ট্রান্সে গতবারের তুলনাতে এইবারের পরীক্ষার্তীর সংখ্যা অনেক কমে গেলো । গতবারে পরীক্ষার্তীর সংখ্যা ছিল ১লক্ষ্য ৪২ হাজার ৬৯২ জন ,এইবারের পরীক্ষার্তীর সংখ্যা...