ট্রাক থেকে ডিজেল ও চা পাতা চুরি

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :রবিবার রাতে চা পাতা ভর্তি লরি থেকে চা পাতা ও ডিজেল চুরি হয়েছে। গাড়ির মালিক সুবল দত্ত লিখিতভাবে এই অভিযোগ  করেন। তারপর মেটেলি  থানার পুলিশ এসে তদন্ত  শুরু করেছে । ৩১ নম্বর জাতীয় সড়কে চা পাতার প্যাকেট ভর্তি ট্রাকটি চালসা  পেট্রল পামপের  কাছে রাখা ছিল এবং সোমবার সকালে শিলিগুড়ি  যাওয়ার কথা ছিল। সিসি টিভির ফুটেজ  দেখে ঘটনার তদন্ত করছে পুলিশ।