খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল টালিগঞ্জ ট্রাম্ ডিপোতে দক্ষিণ কলকাতার দুটি ট্রাম রুট বন্ধ রাখার বিরুদ্ধে প্রতিবাদ জানালো কলকাতা ট্রাম উসার্স এসোসিয়েশনের সদস্যরা । তারা জানান মাঝেরহাট সেতুর বিপর্যয়ের পরে যানজটের দোহাই দিয়ে টলিগঞ্জ থেকে খিদিরপুর হয়ে ট্রাম্পের ২৯ নম্বর রুটের ।ট্রাম্প চলাচল বন্ধ করে দেয়া হয়েছে । ডিপোতে পরে ট্রাম গুলো নষ্ট হচ্ছে । অন্যদিকে বালিগঞ্জ থেকে এস্প্লানেডের ২৪ নম্বরে রুটের ও সকাল ২-১ টা ছাড়া আর অন্য কোনো ট্রাম সারাদিন চলে না তার ও প্রতিবাদ করা হয় ।