খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :কাজ শেষ হওয়ার দু বছরের বেশী সময় পরেও টাকা না পাওয়ায় মাল ব্লকের ঠিকাদাররা বি ডি ওর সঙ্গে দেখা করে আবেদন জানান। কালিমপং ২ ব্লকের ঠিকাদারদের ও একই দাবি। সম্প্রতি তারাও বি ডি ও র মাধ্যমে জেলাশাসকের কাছে বকেয়া অর্থ দেওয়ার আবেদন করেছেন। মালের বি ডি ও ঠিকাদারদের দাবি নিয়ে আলোচনা করেন এবং বলেন যে বিষয়টি ইতিমধ্যে ওপরমহলে জানানো হয়েছে। অর্থ এলেই তা দিয়ে দেওয়া হবে। কালিমপং ২ এর বি ডি ও বলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...