খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ডক্টর রাধাকৃষ্ণন ১৯১১ সালে মাড্রাস্ ক্রিশ্চান কলেজে ফিলোসফির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে যোগদান করেন ।পরবর্তী কালে মাইসোর উনিভার্সিটর ফিলোসফির প্রফেসর হন ১৯১৮ থেকে ১৯২১ সাল অব্দি ।কলকাতা উনিভার্সিটির অধ্যাপনা করে ১৯২১-১৯৩২ সাল অব্দি ।অক্সফোর্ড উনিভার্সিটির সঙ্গে যুক্ত হন ১৯৩৬ থেকে ১৯৫২ সাল ,এবং প্রথম ভারতীয় অধ্যাপক হিসাবে অক্সফোর্ড উনিভার্সিটিতে নিয়োজিত হন । শিকাগো উনিভার্সিটি তে ১৯৩০ সালে আমন্ত্রিত অধ্যাপকের করেন । ১৯৩১ সালে তিনি কঁইটহুড উপাধিতে ভূষিত হন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...