ডাল উদ্ধার গাছের

বুধবার মোরঘাট রেঞ্জের বনকর্মীরা টহলদারি করার সময় চারটি সাইকেল বোঝাই গাছের ডাল  ও মাছ ধরার ছিপ  উদ্ধার করেন। এটি সংরক্ষিত বনাঞ্চল হওয়ায় বাইরের লোকের প্রবেশ নিষেধ। কিন্তু কিছু মানুষ গাছের ডাল  আনার জন্য বনে ঢুকে যায়। এতে আইন ভাঙা  হয় এবং বনে মানুষের জীবনহানির আশংকা থাকে। বনকর্মীরা সাইকেল  বাজেয়াপ্ত করলেও আরোহীরা পালিয়ে যায়।