ডিএ মামলার বিচার হবে স্যাটে

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : কেন্দ্রীয়  কর্মচারীদের সাথে  সরকারি  কর্মচারীদের  ডিএ  পার্থক্য কেন  হবে অথবা  অন্য  রাজ্য  কর্মরত   সরকারি কর্মচারীদের সঙ্গে  এই রাজ্যে  কর্মরত  ডিএ  ফারাক কেন  থাকবে স্যাট  কে তা  বিচার করার  নির্দেশ দিল  কলকাতা  হাই কোর্টের  ডিভিশন বেঞ্চ । রাজ্য  সরকার  হাই  কোর্টে ডিএ  মামলা  নিয়ে  যে পুনর্বিবেচনার  আবেদন  করেছিল  তা  খারিজ  হয়ে গেলো । উল্লেখ্য  গত ৩১ সে অগাস্ট  হাইকোর্টের  ডিভিশন বেঞ্চ ডিএ  নিয়ে যে নির্দেশ দিয়েছিল  তা  পুনর্বিবেচনার আর্জি  জানিয়েছিল রাজ্য সরকার ।