ডিমের দাম চড়ছে

White eggs on a concrete table. One egg is broken and the yolk is on the table

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :কম আমদানির জন্য ডিমের দাম  চড়ছে। ফলে সাধারণ মানুষের মাথায় হাত। গত মাসে ৩০ টি ডিমের দাম ছিল ১২৫-১৩০ টাকা। গত দু সপ্তাহে বেড়ে হয়েছে ১৬৫-১৭৫ টাকা।  কিন্তু দাম বাড়ার কারণ অজানা। ডিম্ বিক্রেতারা জানাচ্ছেন ভিনরাজ্যে থেকে ডিম আমদানি করা হয়। চাহিদা থাকলেও যথেষ্ট আমদানি নেই। ফলে দাম বাড়ছে। দাম বাড়ায় অনেকেই বাধ্য হয়ে  ডিম  কেনা কমিয়ে দিয়েছেন। বাজার স্বাভাবিক  হলে ডিমের দাম কমবে বলে মনে হয়।