করোনার প্রকোপ কমলে ডিসেম্বর মাসেই বইমেলা সেরে ফেলতে চায় গিল্ড। তারা ফেব্রুয়ারী অবধি অপেক্ষা করতে রাজি নয়। এবছরে মে জুন মাসে বইমেলা হওয়ার কথা থাকলেও তা করা সম্ভব হয় নি। করোনার জন্য সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় বই মেলা সঠিক সময়ে শুরু করা সম্ভব হচ্ছে না। বিভিন্ন প্রকাশকেরা জানাচ্ছেন কলেজ স্ট্রিট বই পাড়া সবে খুলেছে তবে বিক্রি তেমন নেই।কাজেই বইমেলার খরচ নিয়ে তারা চিন্তায়।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...