ধানকাটার কাজ সারা বাংলা জুড়ে শুরু হয়ে গেছে। ধান মজুত করে রাখার জন্য বাঁশের ডু লির প্রয়োজন। এ কারণে বিহারের ছাপড়া থেকে পশ্চিমবঙ্গের চালসায় এসেছেন ডুলির কারিগররা তবে ডুলি তৈরী হলেও বিক্রি কম। এদিকে বাঁশের দাম খুব চড়া। গতবার থাকা খাওয়া বাদ দিয়ে এক একজন কারিগর প্রায় ১৫ থেকে ২০ হাজার টাকা রোজগার করেছিলেন। কিন্তু এবারে লাভের আশা কম। সমস্যা আছে তবুও লাভের আশায় কাজ করে চলেছেন শ্রমিকেরা।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...