ঢাকার জন্মাষ্ঠমীর জনপ্রিয়তা এবং তাৎপর্য্য

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : ঢাকার জন্মাষ্ঠমীর মিছিল এতটাই  বিখ্যাত  ছিল যে ,গ্রাম – গ্রামান্তর নয়  কলকাতা  শহর  থেকে  মানুষ  আসতেন  এই মিছিল  দেখতে । দর্শনার্থীরা  যেই সব নৌকায়  ঢাকায়  আসতেন  তা সারিবদ্ধ  ভাবে  নোঙর করা থাকতো বুড়িগঙ্গা  নদীতে ।কখনো  বৃষ্টির  কারণে  যথা সময়ে  মিছিল বের  না হলেও  দর্শক দের  উৎসাহে  কোনো কমতি ছিল  না । মিছিলে  হিন্দুদের সাথে  মুসলিমরাও  সক্রিয় ভাবে  যোগ দিতেন । জন্যপ্রিয়তায়  এটি  মহরমের  থেকে আলাদা ।