খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ঢাকা শহরের সর্বজনীন পুজো কমিটির উদ্যোগে হারিয়ে যাওয়া ঐতিহ্য পুনরুদ্ধারে ১৯৮৯ সালে ঢাকেশ্বরী মন্দির প্রাঞ্জন থেকে জন্মষ্টমীর মিছিল আয়োজিত হয় । মিছিলে কিছুটা আধুনিকায়ন থাকলেও তার মূল স্বরূপ টি ধরে রাখার প্রয়াস রয়েছে ।বৃটিশ আমলে ঢাকার মেয়র জন্মাষ্টমী মিছিল উদ্বোধন করতেন । সেই ধারা বজায় রেকে ১৯৮৯ সালে ঢাকার নির্বাচিত মেয়র মঙ্গলপ্রদ্বীপ জ্বালিয়ে মিছিলের উদ্বোধন করেন । ঢাকেশ্বরী মন্দিরের থেকে শুরু হওয়া মিছিল এখনকার বাংলাদেশের জনজীবনে একটি বিশেষ মাত্রা নিয়ে এসেছে ।