ঢাকা শহরের আধুনিক জন্মাষ্ঠমীর মিছিল

Bangladeshi children dressed as the Hindu god Lord Krishna (R) and Radha take part in a procession during celebrations of "Janmashtami" festival in Dhaka on September 2, 2018. Krishna Janmashtami is an annual Hindu festival that celebrates the birth of the Hindu deity Krishna, the eighth avatar of Vishnu. / AFP PHOTO / Munir UZ ZAMAN

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  ঢাকা  শহরের সর্বজনীন  পুজো কমিটির  উদ্যোগে  হারিয়ে  যাওয়া  ঐতিহ্য পুনরুদ্ধারে  ১৯৮৯ সালে ঢাকেশ্বরী  মন্দির  প্রাঞ্জন থেকে  জন্মষ্টমীর মিছিল আয়োজিত হয় । মিছিলে  কিছুটা  আধুনিকায়ন  থাকলেও  তার  মূল  স্বরূপ  টি ধরে  রাখার  প্রয়াস  রয়েছে ।বৃটিশ  আমলে  ঢাকার মেয়র জন্মাষ্টমী  মিছিল  উদ্বোধন  করতেন । সেই ধারা  বজায়  রেকে  ১৯৮৯ সালে  ঢাকার  নির্বাচিত মেয়র  মঙ্গলপ্রদ্বীপ  জ্বালিয়ে  মিছিলের  উদ্বোধন করেন । ঢাকেশ্বরী মন্দিরের  থেকে শুরু হওয়া  মিছিল এখনকার  বাংলাদেশের  জনজীবনে একটি বিশেষ মাত্রা  নিয়ে এসেছে ।