খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এই ঐতিহাসিক মন্দিরটি ঢাকা নারায়ণপুরে অবস্থিত ।এটিকে সেদেশের জাতীয় মন্দির হিসাবে গণ্য করা হয় । এটি একটি সত্যি পিঠ । সেন রাজবংশের রাজা বল্লাল সেন ১২০০ শতাব্দীতে এইটি প্রতিষ্ঠিত করেন । বর্তমানে ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে দেবী দুর্গার বিগ্রহটি মূল মূর্তির প্রতিরূপ । এই কাত্যায়নী মহিসাসুর মর্দিনী দূর্গা রূপেই তিনি পূজিতা হন ,সঙ্গে থাকে লক্ষী গণেশ কার্থিক ও সরস্বতী নিচে বাহন পশুরাজ ,মা মহিষাসুরকে বধ করছেন,প্রতিদিন এই খানে প্রচুর পুণ্যার্থী এই মূর্তি দর্শন করতে আসে ।