তারকারা সবাই করোনা অতিমারীতে সোনু সুদের পাশে এসে দাঁড়িয়েছে

অতিমারী  পরিস্থিতিতে বলিউড  তারকা সোনু সুদ  অক্সিজেন  থেকে ঔষধ থেকে খাদ্য সব কিছুই পৌঁছে দিচ্ছেন  যাদের প্রয়োজন তাদের কাছে ।এই অবস্থায়  বলিউডের  নবাগত তারকারাও  এগিয়ে এসেছেন সোনু সুদের  তহবিলে অর্থদান  করতে ।সম্প্রতি  সারা আলী খান সোনু সুদের  তহবিলে অর্থ দান  করে বলেছেন তুমি একজন আসল হিরো ,তোমাকে দেখে দেশের যুব প্রজন্ম উদ্বুদ্ধ হবে এবং এগিয়ে আসবে ।