খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :সুন্দর ফুটওয়ার্ক ও নানা স্ট্রোকের মাধ্যমে শুভমান করলেন ৩৪ বলে ৪৭ রান ,সঙ্গে রাসেল তিনটি বিশাল ছক্কা মারেন। কিন্তু রান বেশি ওঠেনি। তারপর মর্গ্যান হাল ধরেন এবং দলের রান নিয়ে যান ১৭৪ এ। তবে কার্তিক ও নারাইন আবার ও ব্যর্থ। এরপর বল করতে এসে কামিন্স শুরুতেই ধাক্কা দেন স্মিথকে আউট করে।পরে মাভি, নাগরাকোটি ও বরুন চক্রবর্তীর দাপটে রাজস্থান ২০ ওভারে ৯ উইকেটে ১৩৭ রান করে ৩৭ রানে হেরে যায়। তিনজনই ২ টি করে উইকেট পান।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...