তিন বছর পর কলকাতা পেতে চলেছে গভীর রাতে বিমানবন্দর থেকে বাস পরিষেবা

রাজ্য পরিবহন দফতর সূত্রের খবর আপাতত রাত ১২ টা তে নেতাজি সুভাষ চন্দ্র বসু বিমানবন্দর থেকে অন্তিম বাস ছাড়বে হাওড়ার অভিমুখে । যাত্রী চাহিদা দেখে ভবিষ্যতে বাড়ানো হতে পারে এই পরিষেবা । রাতের উড়ানে কলকাতা বিমানবন্দরে নেমে এই ব্যবস্থার কথা কড়া হয়েছে । পাশাপাশি ভি ১ রুটে রাত ১০ টা নাগাদ একটি বিমানবন্দর থেকে টলিগঞ্জ যাবে লেকটাউন ইএম বাইপাস ও রাশবিহারী হয়ে ।