তিন বাড়িতে এক রাতে চুরি

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :গঙ্গারামপুর থানার রঘুনাথবাটি এলাকায় এক রাতে পরপর তিন বাড়িতে চুরি হয়। প্রথমে শেফালি রাহার বাড়ি থেকে নগদ ৩০ হাজার টাকা ও সোনার গয়না চুরি করে। তারপর পরেশ বর্মনএর বাড়ি থেকে চুরি যায় একটি টোটো এবং প্রতিবেশী আকালু হেমরমের বাড়ি থেকে একটি মোবাইল নিয়ে চোরেরা পালায়। শেফালি দেবী বলেন ৩০ হাজার টাকা ছেলের চিকিৎসার জন্য ধার করেছিলেন। টাকা চুরি যাওয়াতে ছেলের চিকিৎসা বন্ধ হয়ে যাবে।