খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :গত মাসে চালু হওয়া নতুন তিস্তা সেতু নির্মাণকারী সংস্থা বন্ধ করেছে। নতুন সেতু বন্ধ হওয়ায় পুরোনো সেতু দিয়ে ধীর গতিতে যান চলাচল করছে। প্রোজেক্ট ম্যানেজার জানান সব পিলারের ওপর সেতুর অংশে রাবারের ব্লেন্ড বসাতে হবে। আগে বৃষ্টির জন্য এই কাজ বাকী ছিল। সে কারণে সেতু বন্ধ আছে। শনিবার রাতে কাজ শেষ হলে রবিবার সেতু খোলা হবে।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...