আর জি কর কান্ডের কোনো প্রভাব দেখা গেলো না নৈহাটী বিধানসভা উপনির্বাচনে ।না বিজেপি ,না কংগ্রেস অথবা অতি বামেরা কেউ দাগ কাটতে পারেনি নৈহাটী ভোটার দের মনে। ভরসা রাখলেন তারা তৃণমূলের নৈহাটী পুরসভার স্বাস্থ্য বিভাগের সি আই সি সনৎ দের উপরে ।জেতার পর সনৎ বাবু বলেন “আমার প্রধান লক্ষ্য হলো নৈহাটির স্বাস্থ্য ব্যবস্থা কে ঢেলে সাজানো ।নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালের খোল নলচে বদলে দেয়াই আমার প্রথম ও প্রধান লক্ষ্য, যাতে মানুষ পরিষেবা পায়” ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...