পঞ্চায়েত ভোটে খুনোখুনির ধারা অব্যাহত রয়েছে আজকেও । শনিবার রাতে উত্তর ২৪ পরগনার হাড়োয়া ১ নম্বর ব্লকে খাস বালান্দা পঞ্চায়েত এলাকার জয়ী সদস্য সাহেব আলী (৪০) যখন বাইকে করে ফিরছিলেন তখন তাকে ঘিরে ধরে এক দল আততায়ী এবং নির্বিচারে গুলি করে খুন করে তাকে ।তার স্ত্রীর অভিযোগ দলের লোক খুন করেছে তাকে তবে সেটা মানেনি তৃণমূল নেতৃত্বে ,বাইকে তার সঙ্গীর পায়েও গুলি লাগে ।তদন্ত চলছে ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...