তৃণমূলের ভোটের কারিগর কেষ্টদা ব্যস্ত রয়েছেন খেলা হবে ভোটের ট্রেনিং নিয়ে জেলায় জেলায়

গুড় -বাতাসা , চরাম চরাম ,ভ্যানিশ  প্রভৃতি শব্দ বন্ধের জন্মদাতা অনুব্রত মন্ডল এই বার বাস্ত  রয়েছেন প্রভৃতি জেলায় জেলায়  খেলা হবের  ট্রেনিং দিতে ।সোনা  যাচ্ছে  খেলতে খেলতে  পাঁচন  দেওয়ার  ট্রেনিং  তিনি দিচ্ছেন দলীয় কর্মীদের । নির্বাচন  কমিশন ,কেন্দ্রীয় বাহিনী এই সবের  তোয়াক্কা না করে  কি করে তিনি ট্রেনিং দিচ্ছে এই কথা সাংবাদিকরা  জিজ্ঞেস করলে তিনি মৃদু হাসলেন ।