তৃণমূলের মহাসচিব ও প্রাক্তন শিক্ষা মন্ত্রীকে প্রায় সারে তিনঘন্টা জেরা করলো সিবিআই

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিকেল ৫:৪৫ নাগাদ নিজাম প্যালেস সিবিআইয়ের সদর দফতরে হাজিরাদেন ।তার সঙ্গে উপস্থিত ছিল এসএস সির উপদেষ্ঠা পর্ষদের প্রধান এসপি সিনহা ও অন্যান্য কর্তারা । সারে ৩ ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে মন্ত্রীবেরিয়ে এলে তিনি সাংবাদিকদের মুখোমুখি হতে চাননি । সিবিআই সূত্রের খবর বিচারপতি বাঘ কমিটির রিপোর্ট কে কেন্দ্র করেই সিবিআই এইবার দুর্নীতির জাল গোটাচ্ছে ।