গতকাল স্ত্রী নিয়তি ও বড় ছেলে ধৃতি প্রসাদ কে নিয়ে ভোট দেওয়ার পরে ছাত্রধর মাহাতো বলেন ২০০৯ সালের পরে এই প্রথম ভোট দিলাম ,ভালো লাগছে ২০১১ সালে জেলে থেকে ভোটে লড়লেও ভোট দিতে পারিনি ।ভোট দেওয়ার পরেই তিনি তার মা কে দেখতে ছোটেন লাল গড় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ,মা কে স্বেচ্ছায় ছুটি করিয়ে দিয়ে বাড়ির পথ ধরেন ছত্রধর ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...