তৃণমূলে ফিরলেন জিতেন্দ্র

অনেকেই তৃণমূল ছেড়ে বি জে পি র দিকে পা বাড়িয়েছে।তবে জিতেন্দ্র তিওয়ারিকে  নিযে সারা দিন নাটক চললো। আসানসোলের  সংসদ বাবুল সুপ্রিয় তাকে দলে নিতে নারাজ। এদিন সন্ধ্যায় অরূপ বিশ্বাসের সাথে বৈঠকের পর জিতেন্দ্র বলেন দল ছাড়ার কথা বলে তিনি ভুল করেছেন এবং মমতাকে তিনি দুঃখ দিতে পারবেন না। এদিকে বিষ্ণুপুরের প্রাক্তন  বিধায়ক শ্যামাপ্রসাদ  মুখোপাধ্যায়কে দলে  নিতে আপত্তি জানিয়েছে স্থানীয় নেতৃত্ব।