আজকে নন্দীগ্রামের টেঙ্গুয়া মোড়ে প্রচারের শেষ দিনে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে স্লোগানে ,উত্তেজনাতে হাতাহাতি মত ঘটনা হওয়ার উপক্রম ঘটে ।দেখে মনে হয়েছে শেষ বেলা প্রচারে কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ । জন সভা করে টেঙ্গুয়ার মোর হয়ে জনসভা যাওয়ার সময়ে জয় শ্রীরাম ধ্বনি তোলেন বিজেপি সমর্থকেরা ,সেই সময় “খেলা হবে ” বলে ডিজে বাজিয়ে চলছিল তৃণমূলের মিছিল,সেইখানে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় পুলিশ ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...