তৃণমূল কে চরম বার্তা দিলীপ ঘোষের

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : মেদিনীপুর লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী  হলেন বিজেপি  রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তিনি তার নিকট তম প্রতিদ্বন্দ্বী মানুষ ভূঁইয়া কে ৮৭ হাজারের  ও বেশি ভোটে  পরাজিত করেন । তিনি বলেন  এই স্বৈরাচারী  তৃণমূল সরকার কে হটানোর জন্য আমাদের আর  দলীয় স্তরে  কোনো চাপ দেয়ার দরকার নেই ,সাধারণ মানুষের  চাপেই  ভেঙে যাবে এই সরকার ।