অভিনেত্রী জুন মালিয়া সহ অন্যান্য দের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছিলেন শালবনির তৃণমূল বিধায়ক
শ্রীকান্ত মাহাতো ।তার পরে মুখ্যমন্ত্রী শ্রীকান্ত কে জুনের কাছে ক্ষমা চাইতে বলেন ,গতকাল জুন মালিয়া বলেন এখন অব্দি শ্রীকান্তর কোনো ফোন পাইনি।অপরদিকে পশ্চিম মেদিনীপুরের কো অর্ডিনেটর বিধায়ক অজিত মাইতি বলেন ওটা ক্লোস্ড চ্যাপ্টার ,জুন ও শ্রীকান্তর সাথেআমার কথা হয়েছে ,দলনেত্রী যখন চাইছেন তখন শ্রীকান্ত ক্ষমা চাইতে বাধ্য কোনো অন্যথা হবে না ।