তৃণমূল জেলা সভাপতির নার্স কে ভৎসনা করে ভৎসিত হলেন

On: Sunday, October 26, 2025 12:32 PM

ইসলামপুর মহকুমা হাসপাতালে “একদম চুপ করো ” তৃণমূল জেলা সভাপতি ও রোগী কল্যাণ সভাপতির চেয়ারম্যান কানাইযা লাল আগারওয়াল । জানা যাচ্ছে রোগী মৃত্যু কে ঘিরে চিকিৎসা তে গাফিলতির অভিযোগ ঘিরে এই ভাইরাল হওয়া ভিডিও জেলা জুড়ে শোরগোল তোলে ।তৃণমূল নেতার আচরণে ক্ষুব্ধ জেলা তৃণমূল হাসপাতালের কর্মীরা।