রাজ্য তৃণমূল দল আগামী ১১-২১ সে ডিসেম্বর রাজ্য জুড়ে বন্যধনী কর্মসূচি পালন করবে বলে জানা গিয়েছে । তার মধ্যে প্রধান কাজ হলো গত ৯ বছরে বাড়ি বাড়ি গিয়ে সরকারের সাফল্য তুলে ধরা । ৬ তারিক বাবরি মসজিদ দিনটিকে তৃণমূল পালন করবে সম্প্রীতি দিবস হিসাবে পালন করবেন ।তার মধ্যে ৭ তারিক পশ্চিম মেদিনীপুর ,৮ তারিক রানীগঞ্জ ,৯ তারিক বনগাঁ ,১৪ তারিক জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এবং ১৫ তারিকে কুচ বিহারে জনসভা করবেন মুখ্যমন্ত্রী ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...