রাজ্যে এস আই আর নিয়ে ধীরে চলো নীতি নিচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল ,দলীয় স্তরে প্রস্তুতি চললেও ,নির্বাচন কমিশনের নির্দেশিকার জন্য অপেক্ষা করছে দলীয় নেতৃত্ব ।তৃণমূলের অন্দর মহলের সূত্রে জানা যাচ্ছে ,ভোট তালিকা সংশোধনের কর্মসূচিতে দলের ভূমিকা কি হবে তা কমিশের নির্দেশিকা দেখে ঠিক করা হবে ।