তৃণমূল রাজ্য কমিশনের কাছে বুথের সামনে রাজ্য পুলিশ রাখা নিয়ে দরবার করলো

তৃণমূল নেতৃত্ব নির্বাচন কমিশনের কাছে গিয়ে আর্জি করেন যে বুথের ১০০ মিটারের মধ্যে অন্তত ১ জন রাজ্য
পুলিশের থাকার ব্যবস্থা নিতে ,কারণ ভিন রাজ্যের কেন্দ্রীয় জোয়ানদের ভাষাগত সমস্যা হতে পারে । এর পরেই বিজেপির প্রতিনিধি দল কমিশনে গিয়ে জানাক বুথে শুধু আধা সেনাই রাখা হোক এমন কি তাদের হাতে ভোটার কার্ড পরীক্ষা করার জন্য বলেন বিজেপি ।