নির্বাচন কমিশনের নির্দেশ মত শীতলকুচিতে কোনো রাজনৈতিক দলের ৭২ ঘন্টা ঢোকা নিষেধ ।১৩ এপ্রিল শেষ হচ্ছে ওই সময় সীমা ।গতকাল উত্তরবঙ্গের একটি হোটেল থেকে ভিডিও কল করে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেন শীতলকুঁচিতে নিহত দের আত্মীয় পরিজনদের সাথে ।ভিডিও কলটি তিনি করেন কোচ বিহারের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের ফোনে তার ফোন আশা মাত্রই কান্না তে ভেঙে পড়েন মৃদের আত্মীয়রা ,মুখ্যমন্ত্রী বলেন আমি ১৪ এপ্রিল শীতলকুঁচি যাবো ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...