তৃতীয় দফার ভোটে পশ্চিমবঙ্গ দেখলো নজিরবিহীন ভাবে প্রার্থীদের উপরে হামলা

গতকাল  পশ্চিমবঙ্গের  তৃতীয় দফার ভোটে  নজির বিহীন অশান্তির  ছবি দেখলো পশ্চিমবঙ্গ সহ  ভারতবাসী । এক মহিলা প্রার্থী নিগৃহীত হলেন ধানক্ষেতে  মাথায় পড়লো বাঁশের  বাড়ী ।আরেক মহিলা প্রার্থী কে হাসপাতালের ভিতরেই চর  মারেন বিরোধী পক্ষের লোকেরা  পুলিশ  বাহিনীর সামনে ।এই  ছাড়াও খানাকুলে তৃণমূলের  নজিবুল করিম এবং উলুবেড়িয়া  তে ওই দলের নির্মল মাঝি আক্রান্ত হন । এর  ফলে  জনগণের মনে আশঙ্কার সৃষ্টি হয় আগামী দফা গুলি নিয়ে ।