কিছু মানুষ তেল প্রকল্পের জন্য ক্ষতিপূরণ ও কর্মসংস্থানের দাবিতে বিক্ষোভে সামিল হয়েছিলেন। সঙ্গে ছিলেন তৃণমূল নেতা ও প্রাক্তন পুরপ্রধান। এবার সি পি এম ও পাল্টা বোঝানোর জন্য নেমেছে। ও এন জি সি অশোকনগরে তেল ও গ্যাসের খোঁজ পেয়েছে এবং উত্তোলনের তোড়জোড় চলছে। আগে ৪ একর জমিতে কাজ চলছিল এখন আরো ১২ একর জমির প্রয়োজন।সরকারি খাস জমি হলেও কিছু চাষ আবাদ হয়। তবে সি পি এম বোঝানোর পর লোকেরা আন্দোলন থেকে সরে আসবেন বলে জানিয়েছেন।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...